Fiverr

59 Comments

  1. মশিউর ভাই ক্লাস আমার কাছে অনেক ভাল লাগে। ভাই বুঝানোর দরন অনেক সুন্দর।

    1. ভাইয়ের লেখা গুলো পড়ে অনেক কিছুই জানতে পারলাম ধন্যবাদ ভাই❤❤

    2. ভালো লাগল সব কিছু মিলিয়ে আউটস্ট্যান্ডি।

  2. আস সালামুআলাইকুম মশিউর ভাই। আপনার html / css / bootstrab tutorial দেখে প্রায় অনেক টাই এগিয়েছি। এখন আমি আপনার Fiverr কোর্সটি নিতে চাই। যদিও আমার verified fiverr account আছে। আমি শুরুতে 05$ এর একটি প্রজেক্ট করেছিলাম। আপনি আমাকে হেল্প করলে / সাপোর্ট দিলে হয়তো বা অনেক এগিয়ে যেতে পারি। আমি প্রায় ১ বছর যাবৎ আপনার টিউটোরিয়াল ফলো করছি। প্লিস সাপোর্ট মি

    1. সঠিকভাবে চেষ্টা করলে অবশ্যই আরও কাজ পাবেন। ফাইভার সাকসেস প্রিমিয়াম কোর্সের দেখানো কোন বিষয় না বুঝলে ফেইসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে সাপোর্ট পাবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ 🙂

  3. আপনার টিউটোরিয়াল দেখে অনেক কিছুই শিখতেছি ভাই। শুভ কামনা আপনার জন্য। আমি আপনাদের সাথে থেকেই একজন সফল ডেভলপার হতে চাই।

      1. Hi.vhiya ami.apnar
        Html and
        Css and
        Jquery and
        Bootstrap
        Complete korechi.ekhon ki.marketplace namle kaj pabo.and korte parbo.apni.zdi.ektu bolten onek upkit hotam

  4. আপনার ভিডিও দেখে HTML,CSS শিখেছি।এখন Wordpress শিখতেছি।সত্যিই অসম্ভব সুন্দর ভিডিওগুলো;একদম সাজানো গোছানো।

  5. আমি পশ্চিম বাংলার বাসিন্দা, আমি বাংলাদেসের একটি প্রতিষ্ঠান থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপের কাজ শিখেছি। আমি কাজ করতে পারার মতো জায়গায় আছি। এখন ফাইভার এ ফ্রিলান্সের কাজ করতে চাই। আমি আপনার ফ্রি কোর্সের কিছু ভিডিও দেখেছি ভালো লাগে। আমি আপনার প্রিমিয়াম কোর্স টি করতে চাই।

    আপনার সহযোগিতা আসা করি।

  6. Thanks bro. I am a government employee and I am trying to be expert in IT . I already completed HTML course and starting to learn css. and I am enjoying your videos. But I am from Cox’sbazar. Is it possible to be establish myself from this remote area? suggest me please .
    Thank you so much bro.

  7. Fiverr এ কি এড্রেস ভ্যারিফিকেশন হয়? আমার NID (my birthplace), Bank Address(Dhaka that time I lived) and permanent address (recently Chattagram)তিনটা তিন জায়গায় । কোনো সমস্যা আছে কি? My Fiverr account already verified by Fiverr.

  8. vai apnar sobkichu khubi effective and amr mone hoi apnar free jei jinisgulo ache ontoto ogulo dekhleo oneke hotasa theke beria aste parbe.

    Thank for your everything

  9. boss amar to kono study background nai,ami apnar free html course koreci and akhon wordpress course korteci,to ami ki web developer hote parbo?

  10. Dear brother, i am Sukumar. I read your this page. I am very inspired by read this page. So i want to be a student in this class but i have also confusion to complet this course.

  11. মশিউর ভাই আপনাকে অনেক ধন্যবাদ।ভালো একটা গাইডলাাইন পেলাম।

  12. ভাই। আপনার পোস্ট প ড়তে অনেক ভালো লাগে। ভাই psd butstrap কিভাবে Practice করব একটি আইডিয়া দিন। Knowledge is power. God bless you.

  13. Moshiur vaiar class onk vlo lage apnar kotha bolar style and bujanor style onk creative . Thanks for the best tutorial.

  14. মশিউর স্যার আপনার দেওয়া সকল যুক্তিযুক্ত পরামর্শ গুলো আমাকে কাজ শিখার জন্য আগের থেকে অনেক উৎসাহিত করেছে। আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। ধন্যবাদ স্যার……………

    1. অাপনার কথা যখন শুনি তখন কাজ করার জন্য খুব উৎসাহ পাই৷
      এবং এগিয়ে চলি৷

  15. ফাইবার একাউন্ট কি আমাদের যেই নরমাল আইডি কার্ড আছে ওগুলো গিয়ে ভেরিফাই হয়? নাকি স্মার্ট কার্ড লাগে?

    1. নরমাল আইডি দিয়ে অনেকে ভেরিফায় করেছে এবং এপ্রুভ করেছে।

  16. ভাই অনেক ভালো লাগলো পোস্ট টি পড়ে। অনেক কিছু জানতে পারলাম।আপনাকে ধন্যবাদ ভাই আমার জন্য দোয়া করবেন আমি জেনো অনেক দুর জেতে পারি।

  17. ভাই এই কোর্স করার পর কি আমি ফাইবারে কাজ পাবো? আমি ফেসবুক পেইড মার্কেটিং এর উপর কাজ করতে চাই। সেই ক্ষেত্রে কি আমি কাজ গুলো পাবো?

    1. কাজ পাওয়ার জন্য আপনাকে নিয়মিত চেষ্টা করে যেতে হবে। গ্যারান্টি দিয়ে বলা যাবে না আপনি কাজ পাবেনই। কোর্স করার মাধ্যমে সঠিকভাবে কিভাবে চেষ্টা করতে হবে সেটার গাইডলাইন পেয়ে যাবেন।

  18. মশিউর ভাইয়া, গত এক মাস যাবত আমি আপনার ওয়ার্ডপ্রেস টিউটরিয়াল দেখছি। খুবই ভালো লাগে ভিডিওগুলো। প্রাই শেষের দিকে। ফ্রিতে এতকিছু শিখাতে আমি কাওকে দেখিনি। আমি ভাইয়া, একটা কোম্পানি তে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি বিগত দেড় বছর যাবত। Angular, Asp.Net and Postgres Sql এ কাজ করছি। ইদানিং আমি ওয়ার্ডপ্রেস শিখছি। আমি আসলে বুঝতে পারছিনা, আমার ১.৫ বছরের অভিজ্ঞতা দিয়ে ফাইবারে কাজ করতে পারবো। নাকি ওয়ার্ডপ্রেস শিখা লাগবে। ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে আমি মোটামোটি একটা স্টান্ডার্ড ওয়েবসাইট তৈরি করতে পারি। ভকিয়া একটু সাজেস্ট করেন। ফাইবারে কিভাবে স্টার্ট করবো।

  19. অনেক ভালো আইডিয়া পেলাম ধন্যবাদ মশিউর ভাইয়া…..!!!!!!!!!

  20. আলহামদুলিল্লাহ ভাই আপনাকে আমার আল্লাহ সুখ-শান্তি বর্ষিত করুক। সব বিষয় নিজের মনে করে আলোচনা করার জন্য। ভাইয়া আমার না অনেক ভালো লাগছে, আমি নিজে html,css,web design,wordpress,seo,video-editing কাজ শিখছি।আমি প্রতিদিন প্রাক্টিসওকরি কিন্তু কিভাবে online markatplace এ কাজ করবো দয়াময় করে আমাকে জানাবে ভাইয়া একটু হেল্প করুন।আমিন

Leave a Reply to Md Aminur Islam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *