Web Design

201 Comments

        1. Accha wordpress developer hoar jonno ki html, css,javascript, bootstrap esob jante hoi naki esob chara hoa jai ektu bolen plz? Onekei bole esob chara wordpress developer hoa jai eita ki thik?

        2. Assalamuilakum vaiya asa kori valo ache. vaiya code gula mone thakar jono ki kora ucit jate code gula amar mukhotho hoyer jai?
          Thank You.

      1. অলাইকুম সালাম। শেখা শুরু করুন নিজেই বুঝতে পারবেন।

    1. আপনার সব ভিডিও দেখে চেস্টা করবো মশিউর ভাই। আমি আপনার HTML CSS এর ভিডিও গুলো দেখেছি। Facebook login page ও বানিয়ে ছি আপনার ভিডিও দেখে। কিন্তু এখনকার ফেসবুক login page টা changeহয়েছে তাই inspect করে দেখতে পারি নি ঠিক মতো। ধন্যবাদ আপনাকে ভিডিও গুলো আপলোড করার জন্য

      1. ঠিক বলেছেন। লগ ইন পেজ পরিবর্তন হয়েছে

    2. মশিউর ভাই
      আপনার টিউটোরিয়াল গুলো নিয়মিত প্রাকটিস করছি।
      HTML5 টা শেষ করেছি।
      আজ থেকে CSS শুরু করবো।

    3. আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম অনেক ধন্যবাদ।

      1. আমি আপনার মোটামুটি সব ভিড়িও দেখলাম শুধু একটি কারনে। আপনার হাসি টা ভিড়িও দেখতে চাই। আমি যখনি কাজ করতে যাই আপনার হাসি কথা মনে হলে কাজের অনুপেরনা বেড়ে যায়। যদি পারেন আপনার একটা হাসি ভিড়িও দিবেন।

        1. চেষ্টা করবো ভাইয়া তৈরি করার জন্য 🙂

      2. vaia apner aigula na shike just wordpress(apner utube a jei tutorila deya ache ) shike ki market place a kaz kora jabe ?
        naki aigul sob step by step shikhe then wordpress shikte hbe ?

        1. পর্যায়ক্রমে সব শিখে তারপর মার্কেটপ্লেসে চেষ্টা করুন।

          1. ভাইয়া ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কি কি জানতে হবে?

      1. Vai jan assalamu alaikum…
        Ami asole apnr fan hoye giyechi…
        Apnr voice and sikhanor style amr onk valo lage…
        Vaiya amr ekta conclusion ache.
        Seta holo ami jodi ekjon profusional ward press Devolaper hote chai tahole ki amk htm,css,Jqry, java sript, botstrap, eigula sikhte hbe… Vaia plz sothik dharona diye amk help korbn…
        Thanks vaia
        .

        1. হ্যাঁ ভাইয়া শিখে নিলে ভালো হবে। শুনে ভালো লাগলো আপনি উপকৃত হয়েছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 🙂

    1. প্রায় চার বছর আগে থেকেই স্বপ্ন দেখা শুরু করি যে আমি একজন web developer হবো। কিন্তু কিভাবে সম্ভব তা বুঝতে পারিনি।পরে ডিপ্লোমায় ভর্তি হই চার বছর মেয়াদি কম্পিউটার ডিপার্টমেন্ট।তো ওখানে তৃতীয় কোর্সে web development একটা সাবজেক্ট পাই। তারপরে আগ্রহ আবার বেয়ে যায় কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি কারণ তা পারিবারিক সমস্যার কারণে আমি  কমপ্লিট করতে পারিনি। এখন আমি দেশের বাইরে আছি। কিন্তু এবার তা সম্ভব হতে যাচ্ছে ,গত দুই মাস আগে ইউটিউবে HTMLলেখা দেখার পর ভিডিও দেখতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরে যায়। ইতিমধ্যে HTML and CSS শেষ করেছি, ভালো একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। সবকিছুই আপনার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা পাচ্ছিনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনাকে  সর্বদা সুস্থ রাখুক।
      আমাকে দোয়া করবেন আমি যেন আপনার শিক্ষায় এবং নিজের চেষ্টায় একজন ভালো web developer হতে পারি।

      Thank you so much

  1. আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।

    1. ভাই আমি আপনার ভিডিও দেখে web development শিখার চেষ্টা করছি। আমি ভিডিও গুলো দেখে বুঝতে পারি এবং তা একবার করে চেষ্টা করি।কিন্ত কয়েকদিন পর ভুলে যাই। আমি কিভাবে প্রেকটিস করব?

  2. Vai,
    I need WordPress theme customization basic to advance. Pls make tutorial of WordPress

      1. ভাইয়া আমি আপনার youtube tutorial gula follow kortechi ami oigula dekhei parbo naki course korar lagbe help me

        1. প্র্যাকটিস করে শেষ করুন আপনি নিজেই বুঝতে পারবেন। আশা করছি আপনি ভালো করে শিখতে পারবেন। ধন্যবাদ 🙂

          1. Asalmulikum Moshiur vai ami apner psd to html video dekha cuda banysi kinto amer bg image full hoyea black whaite space asse eta kibabe solve korte pari ekto jodi bolten kob help hoyto amer

  3. Your teaching quality is so good!! Thanks for making such type of awesome tutorial!! I am eagerly waiting for the next series!!

  4. Every tutorial is awesome. I enjoy all the tutorials. I’m a lot of confident now to be a web designer. Hopefully, you add more tutorials and than we can be a full web designer (Insha-Allah). Hopefully, do not delete the tutorials anymore. Thank you very much to Sir.

    1. চেষ্টা করবো তৈরি করার জন্য 🙂

        1. এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্যঃ https://youtu.be/S02q9maNeSI

          কোর্সে কিভাবে জয়েন করবেন এবং ভিডিও কিভাবে দেখবেন জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুনঃ https://youtu.be/7-8Zelelv4U

          স্টুডেন্টদের রিভিও দেখুন এই লিংকে ভিজিট করে তাহলে আপনার কোর্স ইনসট্রাক্টর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেনঃ https://codersfoundation.com/success/

          ধন্যবাদ 🙂

  5. Wordpress theme and plugin development and marketplace e kivabe job apply korte hoy o paoa jay esob bisoy e tutorial hole khub e valo hoy sir

    1. আচ্চা ভাই,এগুলো শিখলে কি শুধু ডিজাইন শিখব? আর ওয়েব ডেভেলপ করার জন্য কি শিখতে হবে?

  6. ভাইয়া টিউটোরিয়াল গুলো অসাধারন।

  7. খুব সুন্দর গোছানো একটি পোষ্ট। পড়ে খুব মোটিভেটেড হলাম। সত্যিই আপনার লিখা পোষ্টটি দারুণ। আমি রিসেন্টলি একটি প্রতিষ্ঠানে এই কোর্সটি করছি (ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং) এর মারফতে এবং আপনাকে ফলো করছি। আশা করি ভালো কিছু করতে পারবো আপনার সহযোগিতা কাম্য। দোয়া করবেন আমার জন্য।

    1. আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন জাভাস্ক্রিপ্ট শিখলে বেশি উপকৃত হবেন।

      1. ভাইয়া জাভাস্ক্রিপ্ট এর সব কিছু কি শিখতে হবে?

        1. শেখারতো ভাইয়া শেষ নেই। পর্যায়ক্রমে নিয়মিত প্র্যাকটিস করে শিখতে থাকুন।

  8. ভাইয়া আপনি যদি একটি ডাইনামিক প্রজেক্ট করে দেখাইতেন তাহলে আমাদের অনেক উপকার হতো।

  9. সাপোস আমি,একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানালাম একেবারে স্কব ঠিকঠাক,
    এখন সেটা কি ওয়ার্ড প্রেস ইনস্টল করে ডায়নামিক করতে পারবো?

    1. ওয়েবসাইট ডায়নামিক করার জন্য ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে ধারনা থাকতে হবে। যদি আপনার থাকে তাহলে পারবেন।

  10. স্যার আমি মোটামুটি পটোশপ এবং ইলিস্টেটর এর কাজ পারি এখন চাইতেছি ওয়েব ডিজাইন শিখতে আমার কি করা উচিৎ?

    1. পোস্টটি আবার পড়ুন তাহলেই জানতে পারবেন পর্যায়ক্রমে কি কি শিখতে হবে ওয়েব ডিজাইন শেখার জন্য।

  11. মশিউর স্যারের সব ভিডিও গুলো দেখে আমি html, css, jquery, bootstarp, psd to html শিখেছি। এখন ওয়ার্ডপ্রেস নিয়ে প্রাক্টিস করি। উনার ভিডিও লেকচার গুলো আমি একবার শুনলেই আমার মেমোরীতে সহজেই রিজার্ভ হয়ে যায়, এত সুন্দর করে খুব সহজে গুছিয়ে সব ভিডিও বানাইছেন।

      1. ২০১৫ সাল থেকে ভাইয়া আমি শিখছি এবং কাজ করছি ইন্টারন্যাশনাল ক্লাইন্টদের সাথে। আপনি যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেন আশা করছি ৪ থেকে ৬ মাসের মাঝে সবগুলো টপিক সম্পর্কে ভালো ধারনা পেয়ে যাবেন এবং অনলাইন মার্কেটপ্লেসে কাজ করা শুরু করতে পারবেন।

        1. Dear Boss
          How to learn this design system ?
          I have Laptop but I don’t know learn website design.If you help me then I agree.

          1. পোস্টটি মনোযোগ দিয়ে আবার পড়ুন এবং ভিডিও দেখে প্র্যাকটিস করুন তাহলেই শিখতে পারবেন। ধন্যবাদ 🙂

        2. ভাইয়া,
          আসসালামু আলাইকুম প্রথমত আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভলপার হতে চাই।আপনার চ্যানেলের ভিডিওগুলো অনেক হেল্পফুল আমি আপনার ভিডিও দেখে এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ এবং ওয়ার্ডপ্রেসের ভিডিও গুলো কমপ্লিট করেছি। ওয়ার্ডপ্রেস নিয়ে বেশি কাজ করতে চাই।এখন ভাইয়া আপনি নিজে একটা আমাকে পরামর্শ দিন এখন কোনটা শিখলে আমার জন্য ভাল হয়। আসলে ভাইয়া আমি ব্যক্তিগতভাবে আপনার ফ্যান হয়ে গেছি ।আমি কুমিল্লা থাকি।

          1. ওয়ার্ডপ্রেস ভালো করে শেখার পর আমাদের ফাইভার সাকসেস প্রিমিয়াম অনলাইন কোর্সে জয়েন করতে পারেন। ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে দেখে নিতে পারেন।

  12. আপনি আমাদের জন্য যেটা করছেন এটা আমাদের চিরজীবন মনে থাকবে। এখনো কোন ফ্রিল্যান্সার এইরকম সুন্দর ভিডিও তৈরি করেনি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের গুরু।

  13. Dear Boss apni jodi fiver a gig and gig related kisu kaj dekhaiten tahole khub upokar hoi sey sathe ekta dynamic project o jodi dekhaiten onk valo hoto. Asha kori dekhaben.

    1. আমাদের ওয়েবসাইট এ একটি ব্লগ পোস্ট রয়েছে ফাইভার নিয়ে পড়ে নিতে পারেন আশা করি আপনি উপকৃত হবেন।

  14. Website move, migration er upor jodi complete tutorial diten valo hoito
    Asha kori diben

    1. আমাদের ইউটিউব চ্যানেলের ওয়ার্ডপ্রেস প্লেলিস্ট থেকে ৩৫তম পর্বটি দেখে নিন তাহলেই আপনি বিস্তারিত জানতে পারবেন।

  15. ভাইয়া আপনার ব্লগ পোস্ট গুলো পড়ে খুব উপকৃত হয়েছি । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।

    আর একটা প্রশ্ন ছিল ভাইয়া, এই ওয়েবসাইটে মাউস রাইট ক্লিকে কিছু আসে না কেন, নতুন ট্যাব ওপেন হয় না কেন?

    1. রাইট ক্লিক অফ করে রাখা হয়েছে সিকুরিটির জন্য 🙂

  16. Assalamualaikum dear Moshiur bai. Keep going on with your great you tube channel and excellent tutorial on web desig. I am a big fan and student of you. So far i have found you one of the best instructor in that matter. I am absolute beginner of web world. Getting inspiration by seeing successful freelancer like you. Thanks for giving free support to thousands of students like me. May almighty Bless you and live long.

    1. শুনে ভালো লাগলো আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ 🙂

  17. ওয়েব ডিজাইন শিখতে হলে কি কোন এর প্রয়োজন পরে???

    1. পোষ্টটি মনোযোগ দিয়ে আবার পড়ুন এবং পর্যায়ক্রমে শিখুন 🙂

  18. html,css,bootstrap,javascript agula na kore direct wordpress er maddhome website design kora possible ?
    konta better???
    Sir reply plz….

    1. না ভাইয়া। আগে বেসিক শিখুন তারপর ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার চিন্তা করুন।

  19. আসসালামু আলাইকুম
    মশিউর ভাইয়া,
    আমি আপনার সকল ভিডিও দেখেছি খুব মনযোক সহকারে দেখেছি এবং অনের কিছু দেখেছি।
    এখন শুধু পেইড কোর্সটা করার বাকী আছে।
    হাতে টাকা নেই তাই করতে পারছি না।
    তবে খুব তারাতারি আমি টাকা জোগার করে কোর্স টা কিনবো।
    আমার জন্য দোয়া করবেন।
    এবং ভালো থাকবেন।।
    ধন্যবাদ

  20. স্যার অনেক ভাল লাগল, অনেকটা মোটিভেটেড হলাম! আমার স্বপ্ন ছিল প্রোগ্রামার হওয়া,কিন্তু ফ্যামিলির কথা ভেবে আর্নিংয়ের কথাটি মাথায় আসায়, আমি ওয়েভ ডেভেলপার হিসেবে মার্কেটপ্লেসে কাজ করতে চাই,তার জন্য আমাকে কি করতে হবে, আমি সব ধরনের পরিশ্রম করতে প্রস্তুত!আমি প্রচন্ড কাজ করে আনন্দ পাই,ওয়েভ ডিজাইন করতে গেলে!
    যার কারণে অবশেষে এই পথটাকেই বেছে নিয়েছি!
    স্যার আপনাকে অসংখ্য ধন্যবা, সঠিক সময়ে বাংলাদেশের যুবকদের পাশে দাড়ানোর জন্য!
    আপনার মতো যদি অন্যান্য ফ্রী-ল্যান্সারদের শেখানোর মানসিকতা থাকত, তাহলে দেশে বেকার ছেলে আর থাকত না, সঠিক গাইডলাইন আর উপযুক্ত মটিভেটের অভাবে সবাই পথভ্রষ্ট হয়ে, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে!
    আমি কখনো আগ্রহ হারাই নি!ইনশাল্লাহ সারাজীবন এমনটা ধরে রাখার চেষ্টা করব!

  21. আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর করে আলোচনা করার জন্য। আমি আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি এবং এখনো শিখতেছি । আমার মতো আরো অনেকেই উপকৃত হবে। একজন ওয়েব ডিজাইনার হতে হলে কোনটার পর কোনটা শিখতে হবে (যেমন :HTML ,CSSএরপর কি বুটস্ট্রাপ নাকি JQuery না PSD to HTML না )এই সিরিয়াল টি বলে দিলে আমাদের জন্য শিখতে সুবিধে হয় সাথে আপনার দেখানো পথে আমাদের চলতে সুবিধা হবে। আশা করি জানাবেন

    1. পোস্টটি আবার পড়ুন এবং পর্যায়ক্রমে শিখুন। ধন্যবাদ 🙂

  22. আসসালামু আলাইকুম, আমি আপনার ভিডিও দেখে সত্যিই মুগ্ধ। আমি html,css, এবং জাভাস্ক্রিপ্ট এর কিছু বেসিক সিনটেক্স শিখে আপনার psd to html শিখছি। আপনার ফ্রী কোর্সগুলো প্রিমিয়াম এর চাইতেও বেশি কিছু। অসংখ্য ধন্যবাদ।

  23. Assalamualaikum,
    Bai JavaScript Tutorial Taratari den vai. R wait korte parsi na bai. Onek din theke wait kortesi. Kobe diben bai please janaben.

  24. যখন সিএসএস কোর্স দেখেছি তখন দেখতাম, যদি কোনো আইডির মাঝে আরেকটি ট্যাগ থাকে তবে এভাবে কল করতে:
    #idname div{ }
    আর বুটস্ট্রাপ প্রজেক্টে দেখতেছি এভাবে কল করতে : #idname{
    div{ }
    }
    কোনটা সঠিক???

  25. In this name “codersfoundation.com\project\Airi ” no web site found here.plese let me know details.thank mosiur munna.

  26. অনেক দিন থেকেই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে শুনে আসছি যে এটা শিখে ক্যারিয়ার গড়া যায়।তারপর ইন্টারনেট এ অনেক খোঁজার পর ইউটিউব এ অনেকের অনেক রকম ভিডিও দেখলাম।সেখানে কেও আসলে ফুল কোর্স সম্পরকে সম্পূর্ণ ধারণা দেয় নাই।তারপর একদিন আপনার ভিডিও পেলাম ,দেখলাম সেখানে সব প্লেলিস্ট আকারে দেওয়া আছে।দেখা শুরু করলাম আর সে অনুযায়ী প্র্যাক্টিস করা শুরু করলাম।অনেক কিছু শিখতে পেরেছি এখন পর্যন্ত,আরও শিখতেছি।ফ্রি তে এমন একটি কোর্স করার সুবিধা করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আল্লাহ আপনার মঙ্গল করুন সেই দোয়া করি ভাই।

  27. vi ami akjon web designer hote cai……ami apner youtube er video gulo dakhi r html video gulo dekhe suru korase ….dua korben ami jano ai essa sokti take dhore rakhte pari …..ami apnar kastheke sob doroner help asa kortase…. jodio apne chaur agei onek kisu deya rekhesen thanks bro …asa kori sob somoy apni amader sathe thakben… allah apnake dhirgayu korben …all the best……

  28. Viya php diye kivabe website dynamic kora jai A-Z video tutorial dile vlo hoto.karon apner tutorial gulo sob concept ase sudu php bade,,,tai aita upor video dile vlo hto.

  29. PSD to HTML এর টিউটোরিয়াল এ column এবং row ডিজাইন করতে যে আলাদা ফ্রেমওয়ার্ক ব্যবহৃত হয়েছে সেটি ব্যবহার না করে যদি কাস্টম CSS দিয়ে ডিজাইন করি তবে কিভাবে ডিজাইন করা বেটার হবে? ul-li নাকি grid নাকি flexbox. কোনটা প্রফেশনাল?

  30. Vai apnar class gulo khub valo lage.
    Ami apnar free video gulo dekhe onek kisu sikhte peresi.akhono try korsi.
    R akta request, jquery plugin er akta tutorial serize toiri korun.

  31. Bai apner bootstrap CSS tutorial golo
    dara khub opokrito hoise. Ar WordPress theme development part golo Kobe release korben.

  32. ভাই আমি সরকারি চাকুরিজীবি (সৈনিক). আমার ওয়েব ডিজাইন শিখার খুব আগ্রহ ছিলো। শিখেছি বিভিন্ন ভিডিও দেখে দেখে। তবে শিখেছি না বুজে। তবে পরিপূর্ন ভাবে শিখতে পারি নাই। এইচটিএমএল,সিএসএস,পিএইচ, এসকিউএল মোটামোটি বুজতে পারি। এবং যে সব ভিডিও দেখে শিখি তাদের মত হুবহু করতে পারি। স্ট্যাটিক /ডাইনামিক দুই ধরনের কাজই বুজতে পারি কিন্তু নিজে নিজে কোন প্রজেক্ট কম্পিলিট করতে পারি না। এই অবস্থায় কিভাবে শিখলে আমি নিজে নিজে সম্পূর্ন প্রজেক্ট নিজেই করতে পারব।

    1. আমাদের ভিডিওগুলো দেখে নিয়মিত প্র্যাকটিস করেন আশা করছি নিজে নিজেই প্রোজেক্ট ডিজাইন করতে পারবেন।

  33. ভাইয়া আমি সর্বপ্রথম আপনার ওয়ার্ডপ্রেস এর ভিডিও দেখি তখন খুব ভালো লাগে তখন থেকে আমি শিখতে শুরু করলাম।
    এখন বুঝতে পারছি না প্রথম কি শিখবো যদি বলতেন খুব উপকার হত। আশারাখি উত্তরটা দেবেন দয়া করে

  34. আসসালামুয়ালাইকুম ?
    কেমন আছেন ভাইয়া
    আমি সর্বপ্রথম আপনার ওয়ার্ডপ্রেস ভিডিও দেখি তখন আপনার উপস্থাপনা দেখে আমার খুব ভালো লাগে এবং আমি দেখতে শুরু করি। এখন আমি বুঝতে পারছি না সর্বপ্রথম কি শিক্ষার প্রয়োজন।
    এইচটিএমএল না সিএসএস।
    আপনি যদি বলতেন খুব উপকার হত।
    আশারাখি উত্তরটা জানাবেন দয়া করে

    1. এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন এবং পর্যায়ক্রমে শিখুন।

  35. আসসালামুআলাইকুম মশিউর ভাই…

    আশা করি ভালো আছেন!!!

    আমার একটা বিষয় জানতে ইচ্ছা হচ্ছে- আসলে আমি যদি ওয়াডপ্রেসটি ভালোভাবে শিখে Marketplace এ কাজ করতে চাই তাহলে কি … HTML, CSS, JQUERY, Bootstrap, PSD to HTML সবই শিখতে হবে?

    নাকি আপনার HTML, CSS এবং Wordpress এর ভিডিও গুলো ভালোভাবে দেখে পরিশ্রম করলেই এর ফলাফল পাওয়া যাবে মানে Wordpress বিষয়ে দক্ষ হওয়া যাবে।

    ইনকামটা পরে আগে আমি এ বিষয়ে দক্ষ হতে পারবতো????
    ভাই আপনার সুমতামতের অপেক্ষায় থাকলাম….

    মো: সোহেল রানা

    1. এই পোস্টটি আবারো মনোযোগ দিয়ে পড়ুন এবং পর্যায়ক্রমে শিখুন।

  36. ধন্যবাদ মশিউর স্যার। আমি আপনার WordPress ভিডিও দেখেছি এবং html দেখে দেখে শিখতেছি আপনার বুঝানোর অভিজ্ঞতার কারণে মনে হচ্ছে আমি পারবো দুআ করবেন।

  37. খুব কম মানুষই দূরের কারোর মনের মণিকোঠায় স্থান দখল করে নিতে পারে।
    আপনি স্বার্থক। প্রাণভরে দোয়া করি আপনার জন্য। [ ইনশাআল্লাহ্, একদিন দেখা হবে। ]

  38. ভাইয়া, আশা করি ভাল আছেন।
    আমি আপনার ভিডিও দেখে html & css শেষ করেছি।
    কিন্তু ভবিষ্যতে ফ্রিলেন্সিং করা নিয়ে একটু চিন্তিত।
    কারণ আমি ইংলিশ এ অতটা এক্সপার্ট নই।
    সে ক্ষেত্রে কি করা উচিত..?

    1. ইংলিশ স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন।

  39. আচ্ছা ভাইয়া শুধু এই জিনিস গুলা শিখে কি অনলাইন থেকে আয় করতে পারবো? নাকি এর সাথে PHP, react, python এগুলাও শিখতে হবে?

    1. পর্যায়ক্রমে শিখুন শেখারতো কোন শেষ নেই। এইগুলো শেষ করে অনেকে ভালো ইনকাম করছে।

    1. পোস্ট মনোযোগ দিয়ে পড়ে শেখা শুরু করুন।

  40. ভাইয়া আমি এইচটিএমএল,সিএসএস,বুটস্ট্র্যাপ শেষ করেছি।
    এখন কোনটা শুরু করব জাভাস্ক্রিপ্ট না পিএসডি টু এইচটিএমএল

    1. পোস্টটি মনোযোগ দিয়ে আবার পড়ুন এবং পর্যায়ক্রমে শিখুন।

  41. Moshiur vai, Ami apnar vedio guli joto dekhi toto valo lage. Thanks debar vasha nai. eto sundor kore bojhanor jonno free tutorial moe hoi na . Ami sofol freelancer hote chai apnar moto. Doa korben.

  42. Sir…
    php না শিখলে কি ওয়েবসাইট এর back end কাজ করতে পারব না।

    1. আগে ফ্রন্টইন্ড শিখেন তারপর ব্যাকইন্ড নিয়ে চিন্তা করুন।

  43. Bhaiya …Only Web design Er future Kmn ? ami Web development Shikte Chassina..Only Web Design…

    1. কাজ পারলে সবকিছুর ডিমান্ড রয়েছে। ভালো করে কাজ শিখুন ডিমান্ড নিয়ে চিন্তা বাদ দিন।

  44. 1.Sir apnar jquery tutorial sekhar age ki java script tutorial sikte
    hobe????
    2.HTML,CSS,JQUERY tutorial sikhe ki next stage a gele i mean apnar botstrap tutorial or others a ki problem face korte hobe????

    1. ১) জেকুয়ারি প্লেলিস্টের ১ম ভিডিওটি ভালো করে দেখুন উত্তর পেয়ে যাবেন।

      ২) কোন সমস্যা হবে না।

  45. sir
    Jodi ami just apnar jquery tutorial sikhe and java script na sikhi…taile ki project a gia kono problem face krte hote???

  46. No one share this kind of guidelines, Thanks brother, I don’t know I will succeed or not but your suggestion & guidelines are unique and also too much helpfull. Again thanks from bottom of my heart.

  47. Sir
    1.psd to html er tutorial porjonto sikhar por ki fiverr a account korar jonno porjapto????
    2. psd to html er project gula te php or wordpress er dorkar hoi??????

    1. ওয়ার্ডপ্রেস শিখে তারপর মার্কেটপ্লেসে কাজ করার জন্য চেষ্টা করুন। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে মনোযোগ দিয়ে দেখে শেষ করুন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

    1. ওয়ার্ডপ্রেস বেসিক শেখার পর দেখতে পারেন।

  48. tnx vay, aponar eto sundor post dewar jonno. tasara aponar dewa tutorial dekhe ami nijer ekta website baniyesi. r ekhon market place a account koresi. clind knock korese. but ki korbo bujte partesi na.

  49. আমি মোবাইলের মাধ্যমে কতদূর পযন্ত প্রাক্টিস করা সম্ভব?

    1. কম্পিউটার কিনে তারপর শুরু করুন। মোবাইল দিয়ে সবকিছু করা সম্ভব না।

  50. Bhaiya ami html css jani.ami jodi wordpress ta sikhi tahole ki market palces a kaj korte parbo?please janaben bhaiya.

  51. ভাইয়া, আমি মোটামুটি HTML, CSS, Bootstrap, Microsoft SQL Server Database, C# & Windows form application পারি, এখন আমার গাইডলাইন না থাকায় কিভাবে কি করবো বুঝতে পারতেছি না, মূলত আমার ফ্রেন্ড আমায় গাইড দিতো. আমার টার্গেট ছিলো কোনো একটা সফটওয়্যার কোম্পানি তে জয়েন করা, কিন্তু এখন আমি দিশে হারা. মূলত আমায় নেক্সট ৬ মাসের মধ্যে ইনকাম করতে হবে, এই মুহূর্তে আমি আপনাদের কোন কোর্স এ জয়েন করবো, দয়া করে সাহায্য করুন.

  52. আপনি অসাধারণ একজন মানুষ প্রিয় মশিওর ভাই,
    শিক্ষার আলো এমন একটি জিনিস,যা সবার মাঝে ছড়িয়ে দিলে নিজে আরও সম্বৃদ্ধ হওয়া যায়,আপনি সেটির উজ্জল দৃষ্টান্ত৷
    মহান আল্লাহ তায়ালা আপনার কাজের উত্তম প্রতিদান দান করুন৷ আমিন৷
    অন্তরের অন্তরস্থল থেকে আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো৷

  53. Moshiur vai etto sohoj vabe bujhai j mne hoi pashe bose hate hate shekhassen. Amar moto new comer der jonno jeta onek helpful. Thanks brother for your support.

  54. Moshiur ভাই একটা বলব দয়া করে বলবেন আমাকে confusions এ আছি অনেক।
    আপনি কোন নোটপ্যাড ব্যাবহার করেন HTML লেখার জন্য এবং HTML5 software টি আমি পাব কোথায়।

    1. ব্লগ পোস্টটি আবার মনোযোগ দিয়ে পড়ুন এবং পর্যায়ক্রমে শিখুন।

  55. sir ami apnar youtube play list teke sob video deka
    sesh- html:css:jquery:bootstrap: and wordpress.pray sesh..ekhon ki amake wordpress development sikte hobe?

  56. Moshiur vai ami siddantohinotay aci apnar sahajjao proyujon.
    Ami php sikbo naki node.js bujteci na sobai boltece phn naki din din use kora komtece ar node.js bartece but marketplacee ekono tho php job besi, ki korbo ektu poramorso din please.

    1. ডিমান্ড নিয়ে চিন্তা না করে যেকোন একটি টপিক শেখা শুরু করুন।

  57. ভাইয়া,আমাকে Web Desgine শিখতে হলে Photoshop শিখতে হবে নাকি,, (HTML,CSS,Javascript,Jquery,BOOTSTARP) এগোলো শিখতে হবে?????????

  58. আসসালামমু আলাইকুম, আমি html, css শেষ করেছি। এখ কী শিখব? অনেকে অনেক কিছুই শিখতে বলে? আপনার মতে এখন কী শিখা উচিত?Thanks for reading

  59. ভাইয়া fiverr এ কাজ করতে হলে কি কোনো বয়সসীমা আছে? নাকি স্কিল্ড যে কেউ করতে পারে?

  60. Now i am very much pleased to join your class.I hope me desire will be fullfil.

    Best wishes
    Mohammad Mahafuzur Rahman

  61. ভাই, আপনাদের ফ্রি আর প্রিমিয়াম কোর্সের মধ্যে পার্থক্য কী?

  62. আমাদের জন্য ফ্রিতে এত এত গুলো চমৎকার উপস্থাপনায় কোর্স গুলো আপলোড করার জন্য আপনায় শুধুমাত্র ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

  63. assalamu alaikum, ami jante chassilam apnader
    paid course a extra ki ki shekhano hoy ja free course a pawa jayna?

  64. I’m not that much of a online reader to be honest but your sites really nice,
    keep it up! I’ll go ahead and bookmark your website to come back in the future.
    All the best

Leave a Reply to Md Shah-alam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *